‘তারেকের স্কাইপ আলোচনার ব্যাপারে নির্বাচন কমিশনের কিছু করার নেই’

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮

‘তারেকের স্কাইপ আলোচনার ব্যাপারে নির্বাচন কমিশনের কিছু করার নেই’

Manual7 Ad Code

মনোনয়নপ্রত্যাশীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে ঢাকায় দলটির যে সাক্ষাৎকার নিচ্ছেন, তাতে এই মুহূর্তে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই বলে জানিয়েছেন, ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।

Manual4 Ad Code

সোমবার বিকেল পৌনে পাঁচটায় ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এসব কথা বলেন।

Manual5 Ad Code

তিনি বলেন, কমিশনের বৈঠকে তারেক জিয়ার ভিডিও কনফারেন্সের ব্যাপারে আলোচনা হয়েছে। কিন্তু এ ব্যাপারে ইসির এই মুহূর্তে করার কিছু নেই বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তারেকের কনফারেন্সের এই বিষয়টি নিয়ে ইসির কাছে অভিযোগ করেছিল আওয়ামী লীগ।

Manual6 Ad Code

এদিকে গত ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের যে ঘটনা ঘটেছিল, তা নিয়েও কথা বলেন ইসি সচিব। তিনি বলেন, গতকাল রবিবার ওই ব্যাপারে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন আইজিপি। আজ কমিশন এই প্রতিবেদন পর্যালোচনা করে দেখেছে। পর্যালোচনায় কমিশনের মনে হয়েছে সেখানে ফৌজদারি অপরাধ হয়েছে। সুতরাং এই ঘটনায় তদন্ত চলতে কোনো বাধা নেই।

Manual8 Ad Code

গতকাল ইসিকে ৭৭৩ জনের মামলার যে তালিকা বিএনপি দিয়েছে সে ব্যাপারেও কথা বলেন হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, কমিশনের আজকের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। কমিশন বলেছে, তফসিলের আগে যেসব মামলা হয়েছে সে বিষয়ে ইসির কারার কিছু নেই। কিন্তু তফসিলের পরে যেসব মামলা হয়েছে, বিএনপির দেওয়া তালিকায় সে ব্যাপারে সুনির্দিষ্ট অপরাধ উল্লেখ করা হয়নি। তাই এ ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ইসি।

নির্বাচনী প্রচারণার বিষয়ে ইসি সচিব বলেন, প্রচার উপকরণ অপসারণের সময়সীমা ছিল গতকাল দিবাগত রাত ১২টা পর্যস্ত। কমিশন খোঁজ নিয়েছে, ৯০ শতাংশ উপকরণ সরানো হয়েছে। যেগুলো সরানো হয়নি, সেখানে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code