সিলেটে আরো ২ প্রকল্পের উদ্বোধন ও ২টির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৮

সিলেটে আরো ২ প্রকল্পের উদ্বোধন ও ২টির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

সিলেট শহরতলীর বাদাঘাটে নির্মিত সিলেট কেন্দ্রীয় কারাগারের উদ্বোধনের পাশাপাশি আরোা ২টি প্রকল্পের উদ্বোধন ও ২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল ১১ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা করেন।

সিলেট কেন্দ্রীয় কারাগারের উদ্বোধনের পাশাপাশি উদ্বোধন হওয়া প্রকল্পগুলো হলো- বিশ্বনাথ-গোলাপগঞ্জ-বালাগঞ্জ-জৈন্তপুর শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন ও সিলেটের সাতটি উপজেলার ৪৬টি ইউনিয়নের উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সংযোগের উদ্বোধন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদর উপজেলার শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও সিলেট টেক্সটাইল ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘোষণা করেন।

ভিডিও কনফারেন্স শুরু হয় কাল ১০টায়। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার স্বপ্ন ছিল নিপীড়িত মানুষের ভাগ্য পরিবর্তন করা। এই লক্ষ্যেই তিনি দেশকে স্বাধীন করার লড়াই করেছেন। এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমি সারা বাংলাদেশ ঘুরেছি। মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন করা যায় তা ভেবেছি। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা কীভাবে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় তা ভেবেছি। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। বর্তমান এই প্রজন্মের জীবনটা যেন সুন্দর হয়, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় যেন তারা টিকতে পারে, যেখানেই যাবে মাথা উঁচু করে চলবে সেটাই আমরা চাই।’

এদিকে সিলেট কেন্দ্রীয় কারাগার উদ্বোধন উপলক্ষে সিলেট জেলা প্রশাসকের কনফারেন্সরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন- সংসদ সদস্য ইমরান আহমদ ও মাহমুদ উস সামাদ কয়েছ, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মো. কামরুল আহসান, জেলা প্রশাসক এম.কাজী. এমদাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুনেছা হক, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল জলিল প্রমুখ।

জেলা প্রশাসন কার্যালয়ের অনুষ্ঠানে শেষে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট