মালয়েশিয়ায় ট্রাক্টর দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত

প্রকাশিত: ৩:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৬

Manual7 Ad Code

মালয়েশিয়াঃ মালয়েশিয়ায় বাঁধ নির্মাণ সাইটে কম্পেক্টর (ট্রাক্টর) দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে মালয়েশিয়ার জালান ফ্লেডা কাহাং তিমুর, বাতু-৯, ক্লুয়াংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ক্লুয়াং পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ লাহাম বলেন, বাঁধ নির্মাণ সাইটে কাজের এক পর্যায়ে বিশ্রাম নেওয়ার জন্য ইসলাম নামের বাংলাদেশি ঐ নির্মাণ শ্রমিক ভারী একটি কম্পেক্টর (ট্রাক্টর) পাশে ঘুমিয়ে পড়ে।

Manual5 Ad Code

কিছুক্ষণ পরেই সাইটে থাকা আরেক সহকর্মী অফিক এসে আগে পিছনে কোনো কিছু না দেখে কম্পেক্টর (ট্রাক্টর) চালিয়ে যেতেই বাংলাদেশি শ্রমিক ইসলামের মাথায় ধাক্কা লাগে। তখন আচমকা সহকর্মী অফিক বিকট শব্দ শুনতে পেয়ে কম্পেক্টরটি বন্ধ করে সহকর্মী ইসলামের অবস্থা আশংকাজনক দেখে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Manual4 Ad Code

তিনি আরো জানান, ২ জন শ্রমিকই কুয়ালালামপুর কন্সট্রাকশন সাইটের শ্রমিক। সড়ক পরিবহন আইন ৪১ (১) ধারায় মামলা তদন্ত হচ্ছে বলেও জানান তিনি।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code