নগরীতে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৬

Manual3 Ad Code

সিলেট জেলার যুব সংগঠকবৃন্দের আয়োজনে ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহযোগিতায় ৪ সেপ্টেম্বর রবিবার (০৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত ও মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আফিফুর রহমান আফিফের সভাপতিত্বে ও সদস্য সচিব সফল যুব সংগঠক আলী আহসান হাবিবের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলার সভাপতি মো. সাদিকুর রহমান।

Manual3 Ad Code

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো. আলাউদ্দিন, ডেপুটি কো-অর্ডিনেটর এসএএম কবীর, সিনিয়র প্রশিক্ষক মো. মনিরুল ইসলাম, প্রশিক্ষক (ইলেক্ট্রনিকস) কামরুন নাহার, জাতীয় শ্রেষ্ঠ আত্মকর্মী পদকপ্রাপ্ত ও প্রযুশের সভাপতি এম.এ নাসির সুজা, প্রগ্রেসিভ ফোরাম সিলেটের সভাপতি মো. রেহান উদ্দিন, সিলেট যুব ফোরামের সভাপতি মো. শাহ আলম, কোম্পানীগঞ্জ সড়ক উন্নয়ন পরিষদের সভাপতি আজিজুর রহমান আজিজ, জাতীয় যুব উন্নয়ন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সরকার কোয়েল হ্যাচারির পরিচালক আব্দুর রহমান, নূরানী সমাজকল্যাণ সংস্থার সভানেত্রী ফাতেমা জান্নাত, সবুজ বাংলা সমাজকল্যাণ যুবসংঘের সভাপতি জাহেদুল ইসলাম দিদার, সিলেট যুব উন্নয়ন পরিষদের সহ-সভাপতি আশরাফ খান পারভেজ, মতিউর রহমান, জাবির আহমদ, দুর্নীতি প্রতিরোধ মঞ্চ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শফিকুর রহমান শফি, নারী নেত্রী শারমিন কবির।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আশরাফুল ইসলাম, কাওছার আহমদ, জাকারিয়া আহমদ, সিরাজুল ইসলাম, বিশাল চন্দ্র, নির্মূল সরকার, মোস্তাফিজুর রহমান, ইমাম হোসাইন পাবেল, উত্তম চন্দ্র দে, অনুজ কান্তি দেব রায়, শাহরিয়ার ইমন, শিপন আহমদ, লুটন আহমদ, মো. মোশাররফ হোসেন, ইকবাল হোসেন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code