গোলাপগঞ্জে মেয়র পদে আ,লীগের প্রার্থী পাপলু

প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৮

গোলাপগঞ্জে মেয়র পদে আ,লীগের প্রার্থী পাপলু

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে জাকারিয়া আহমদ পাপলুকে মনোনীত করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে চুড়ান্ত করা হয় প্রার্থী তালিকা। এরপর আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় উপনির্বাচনে মেয়র পদে জাকারিয়া আহমদ পাপলুকে মনোনীত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ মে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী মারা যাওয়ায় মেয়র পদটি শূন্য হয়। এরপর গত ৩ সেপ্টেম্বর গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। আগামী ৩ অক্টোবর মেয়র পদের জন্য ভোট গ্রহণের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১০ সেপ্টেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ সেপ্টেম্বর।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট