প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

৩১ আগস্ট ২০১৮, শুক্রবার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির দু’দিন ব্যাপী কর্মসূচির প্রথম দিনে শুক্রবার (৩১ আগস্ট) বাদ আসর হযরত শাহজালাল (র:) দরগাহ মাজার মসজিদ প্রাঙ্গণে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, কারামুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এছাড়া বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন পর্যায়ের প্রয়াত নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করে ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা এম. ইলিয়াস আলী, ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, গাড়ী চালক আনছার আলীসহ গুমকৃত সকল নেতাকর্মীকে ফেরত কামনায় এবং সর্বপরি দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, সহ-সভাপতি এড. আশিক উদ্দিন, শাহ জামাল নুরুল হুদা, একেএম তারেক কালাম, ওসমান গনী, মো. শাহাব উদ্দিন, মহানগর সহ-সভাপতি মুফতি বদরুন নূর সায়েক, জেলা উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম, শিক্ষক নেতা প্রফেসর ড. মোজাম্মেল হক, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গিরদার, প্রকাশনা বিষয়ক সম্পাদক এড. আল আসলাম মুমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদ, শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, মহানগর মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ.ফ.ম. কামাল, ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, সহ-দপ্তর সম্পাদক এম.এ. মালেক, সহ-দপ্তর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর, সহ-প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সহ-আইন বিষয়ক সম্পাদক এড. ইসরাফিল আলী, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, গোলাম কিবরিয়া, আতাউর রহমান কাচা মিয়া, কামরুজ্জামান দিপু, গিয়াস আহমদ মেম্বার, রফিকুল ইসলাম, আকবর আলী, জমির উদ্দিন, ফরিদ উদ্দিন।

এছাড়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আব্দুল আহাদ, নুরুল ইসলাম, সাহেদ আহমদ, মাসুদ আলী মাছুম, জামাল আহমদ, আব্দুল মুকিত, রফিক দেওয়ান, আব্দুল মুকিত সুমেল, আশফাকুর নূর চৌধুরী সোহাগ, তানবীরুল হক, জাকির আহমদ,মোজাম্মেল আলম, আব্দুস সাহিদ, দুলাল রেজা, আলীউর রহমান, আব্দুল আহাদ লিমন, হাসান আহমদ, মো. আলী, মো. মিসবাহ শিহাব প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট