দক্ষিণ সুরমা থেকে তুলে নিয়ে জকিগঞ্জে তরুণীকে রাতভর গণধর্ষণ

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮

দক্ষিণ সুরমা থেকে তুলে নিয়ে জকিগঞ্জে তরুণীকে রাতভর গণধর্ষণ

জকিগঞ্জ প্রতিনিধি : নগরীর দক্ষিণ সুরমার নতুন ব্রীজ ওভারপাস এলাকা থেকে এক তরুণীকে তুলে নিয়ে জেলার সীমান্তবর্তী জকিগঞ্জে আটকে রেখে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার আটগ্রামস্থ কাশেম কমিউনিটি সেন্টারে তাকে গণধর্ষণ করে ৬ যুবক।

মঙ্গলবার ওই তরুণী জকিগঞ্জ থানায় বিষয়টি জানায়। পুলিশ বলছে, বর্তমানে ওই তরুণীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসেস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগকারী তরুণীর বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় সিলেট-জকিগঞ্জ সড়কের নতুন ব্রীজের ওভারপাস এলাকা হতে রিক্সা থেকে জোরপূর্বক তাকে তুলে নেয় অজ্ঞাত দুই যুবক। সেখান থেকে প্রাইভেট কার করে আটগ্রাম কাশিম কমিউনিটি সেন্টারে নিয়ে আটকে রাখে। এসময় গাড়ির চালকসহ ছয় যুবক তাকে রাতভর ধর্ষণ করে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার জানান, ‘মেয়েটি থানায় এসে অভিযোগ করে। এসময় সে অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট