বিএনপি নেতা লোকমান আহমদের পিতার দাফন সম্পন্ন

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০১৮

বিএনপি নেতা লোকমান আহমদের পিতার দাফন সম্পন্ন

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার : সিলেট মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক লোকমান আহমদের পিতা লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনফর আলী গতকাল সোমবার সকালে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……….. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনী’সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। সোমবার বিকেল সাড়ে ৫টায় দক্ষিণ সুরমার কাটাদিয়া মোহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। জানাযা নামাজে ইমামতি করেন মরহুমের নিকট আত্মীয় মাওলানা জুবায়ের আহমদ।

নামাজে জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম.এ হক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সহ সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, মুজাহিদ আলী, মির্জা আবুল কাশেম জিতু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব রব চৌধুরী ফয়সল, যুগ্ম-সম্পাদক সৈয়দ শাফেক মাহবুব, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল মুর্শেদ, দপ্তর সম্পাদক সৈয়দ রেজউল করিম আলো, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, বর্তমান চেয়ারম্যান পীর মোঃ ফয়জুল হক ইকবাল, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল, জেলা যুবদল প্রচার সম্পাদক আলী আহমদ হিরা, কৃষি বিষয়ক সম্পাদক সাহেদুল ইসলাম বাচ্চু, যোগাযোগ বিষয়ক সম্পাদক, আলাউদ্দিন আলাই, জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, মকসুদুল করিম নুহেল, আলী আকবর রাজন, মিজানুর রহমান মিজান, ২৭নং ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সিরাজ পান্না, ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, শাহান আল মাহমুদ খান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট