ছাত্রদল নেতা রাজু হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি সিলেট বিএনপির

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৮

ছাত্রদল নেতা রাজু হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি সিলেট বিএনপির
১২ আগস্ট ২০১৮, রোববার : সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। রবিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ দাবি ও সমবেদনা জানান তারা।
বিবৃতি দাতারা হচ্ছেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক।
তারা বলেন, বর্তমান সরকারের জুলুম ও ভোট ডাকাতি উপেক্ষা করে ৩০ জুলাই সিসিক নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে এগিয়ে থাকে। সর্বশেষ ১১ আগস্ট স্থগিত থাকা দুটি কেন্দ্রের পুননির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হওয়ায় বিজয় উল্লাস করে বিএনপি। মিছিল শেষে মেয়রের বাসা থেকে বের হওয়ার সময় ছাত্রদল নেতা রাজুসহ নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তিন ছাত্রদল নেতাকর্মী আহত হন। এর মধ্যে রাজু মারা যান।
অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানায় সিলেট জেলা বিএনপি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট