গোলাপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৮

গোলাপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণ লক্ষীপাশা গ্রামের একটি ডোবা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে দক্ষিণ লক্ষীপাশার মুরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ডোবাতে এক ব্যক্তির অর্ধগলিত লাশ দেখতে পায় এলাকাবাসী। এ সময় তারা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবগত করলে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার এএসআই মঞ্জুরুল ইসলাম একদল পুলিশ নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে লক্ষীপাশা ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন জানান, সকালে লোকমুখে শুনে গ্রামের সবাই লাশটি দেখতে যাই। অনেকে দেখে লাশটি সনাক্ত করতে পারেন নি। লাশটি এক সপ্তাহ আগের হবে বলে অনুমান করা হচ্ছে । তবে সবাই লাশটি পুরুষ বলে সনাক্ত করেছে। এ সময় অজ্ঞাত মৃত ব্যক্তির পরনে লুঙ্গি ও ফুল হাতা শার্ট ছিল বলেও জানান তিনি।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট