নির্বাচনের ‘বিজয়’ স্নেহময়ী মা ও নগরবাসীকে উৎসর্গ করলাম : আরিফ

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৮

নিজাম ইউ জায়গীরদার : সিলেট সিটি কর্পোরেশনের সদ্য প্রাক্তণ মেয়র ও নির্বাচনে এগিয়ে থাকা বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী সিলেট নগরীর উন্নয়নে সব মহলের সহযোগিতা কামনা করেছেন। নির্বাচনের ‘বিজয়’ স্নেহময়ী মা ও নগরবাসীকে উৎসর্গ করে আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের সম্প্রীতির বন্ধন দীর্ঘদিনের। এই বন্ধনকে কাজে লাগিয়ে সিলেট নগরীকে উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে চাই।
নির্বাচনের একদিন পর মঙ্গলবার দরগাহে হযরত শাহজালাল (রঃ) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, আরিফুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুনতাসির আলী, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী মাওলানা নেহাল আহমদ ও সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ দিলওয়ার হোসাইন, জমিয়ত নেতা আব্দুল মালিক চৌধুরী প্রমুখ তার সাথে ছিলেন। আরিফুল হক চৌধুরীর দরগাহ চত্বরে এক দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ২০দলের নেতৃবৃন্দ’সহ হাজার হাজার নেতাকর্মী ও নগরবাসী অংশ নেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট