সুষ্ঠু নির্বাচনের দাবিতে সিলেটে সুজনের মানববন্ধন ও শান্তি পদযাত্রা

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০১৮

সিলেটে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান এবং সৎ, যোগ্য এবং জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের আহ্বানে নগরীতে মানববন্ধন ও শান্তি পদযাত্রা করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনশেষে নগরীতে শান্তি পদযাত্রা বের করা হয়। এতে সুজন সিলেট চ্যাপ্টারের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ব্লাস্ট-এর কো-অর্ডিনেটর এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সমিউল আলম, এডভোকেট শাহ শাহেদা, অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট