২৮ জুলাই ২০১৮, শনিবার : নগরীর মিরবক্সটুলা এলাকা থেকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে আটক করেছে পুলিশ। তিনি সিলেট সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্বে আছেন।
শনিবার রাত নয়টার দিকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, ‘তার বিরুদ্ধে একটি মামলার ওয়ারেন্ট রয়েছে। এ কারণে তাকে আটক করা হয়েছে।’
এদিকে, রাত দশটায় নগরীর কাজিটুলাস্থ মিতা কমিউনিটি সেন্টারে জরুরী সংবাদ সম্মেলন আহ্বান করেছেন মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
একটি সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে নগরীর চৌকিদেখি এলাকায় কামরানের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহার ভুক্ত আসামী হিসেবে তার নাম রয়েছে।
এর আগে গত ২৪ জুলাই আব্দুর রাজ্জাকের বাসায় পুলিশ তল্লাশী করে। এসময় তার ছেলে রুমান রাজ্জাককে আটক করে নিয়ে যায়।