ওসমানীনগরে সড়ক দূর্ঘটনায় মাইক্রোবাসের ৭ যাত্রী নিহত

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০১৮

সিলেটের ওসমানীনগরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরব আলী(২৩) নামের আরোও ১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতারে তিনি মারা যান।

নিহত আরব আলী সুনামগঞ্জের দোয়ারা উপজেলার মুকিরগাঁও গ্রামের জমির আলীর ছেলে। দুর্ঘটনায় আহত নফর আলী ও ফকির মিয়ার অবস্থা আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে বলে জানান, শেরপুর হাইওয়ে পুলিশের এসআই কামরুল ইসলাম।

গত বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে সুনামগঞ্জের দোয়ারা উপজেলার মুকিরগাঁও এর জমির আলীর ছেলে আনছার আলী(২৬) বিয়ে করতে কুমিল্লার উদ্যোশে পরিবারের সবাইকে নিয়ে রওয়ানা হন।

পথিমধ্যে ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার ইউপির ইলাশপুর (বটেরতল) নাম স্থানে তাদের বহনকারী মাইক্রোবাসটির সাথে বিপরীত মুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বর আনছার আলী(২৬), মাইক্রো চালক আমির আলী(২৩), পারভিন আক্তার(২৮), জাহানারা বেগম(১০) ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত অবস্থায় মাইক্রোর অন্য ৫ যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আনফর আলী(৪৫) ও সিরাজ আলী(১৮) মারা যায়। এবং শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরব আলী(২৩) নামের আরোও একজন মৃত্যু হয়।

এ নিয়ে ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের ৯ যাত্রীর মধ্যে ৭জন নিহত।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট