সিলেটে বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৮

সিলেটের দক্ষিণ সুরমায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। বুধবার রাতে ককটেল বিস্ফোরণে আহত দক্ষিণ সুরমা থানার এসআই রায়হান উদ্দিন বাদী হয়ে মামলাটি করেছেন। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় এ পর্যন্ত ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কোতয়ালি থানা পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন- বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ নগরীর কানিশাইল এলাকা থেকে নিয়ামত নামের এজাহারভুক্ত এক আসামীকে আটক করে। উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় দক্ষিণ সুরমা থানার এসআই রায়হান উদ্দিন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনি আহত হন। তাকে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এর আগে, সিসিক নির্বাচনের প্রচারণা শুরুর পর ‘পুলিশের কাজে বাধা দেয়ার’ অভিযোগে গত ২১ জুলাই বিএনপির ৩৯ নেতার নামোল্লেখ করে মামলা করে পুলিশ। এছাড়া ২২ জুলাই আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়ার ঘটনায় বিএনপির ৩৪ নেতাকর্মীর নামোল্লেখ করে আরেকটি মামলা করা হয়। তবে আগের দুটি মামলার সকল আসামী হাইকোর্টের দেয়া জামিনে রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট