ছাতকের খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৮

ছাতকের উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বিল্লাল আহমেদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে চরমহল্লা এলাকাবাসী ও খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসার উদ্যোগে মানববন্ধন ও উত্তর খুরমা ইউনিয়ন বাসীর উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার খরিদিচর পয়েন্টে মানববন্ধনে বক্তব্য রাখেন , ডাঃ নাজমুল হক, মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য সিরাজুল হক, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আফতাব উদ্দিন আল ফারুক, উপাধ্যক্ষ মাহমুদুল হক, কাজী আশিক উদ্দিন বিপ্লবী, নছিবুল হক নছিব, হাফিজ আং মুক্তাদির, ছমির উদ্দিন, আমির হুসেন, নোয়াব আলী, আব্দুস সামাদ, আব্দুল কাদির্।

উপস্থিত ছিলেন, শুকুর আলী, আব্দুর রহমান, জমির উদ্দিন, আব্দুল মান্নান, আব্দুল মতিন, নুরুজ্জামান, শামসুল হুদা, জালাল উদ্দিন, আব্দুল হামিদ, মফিজ আলী, মুক্তিযোদ্ধা রোয়াব আলী, আব্দুস সালাম, শফিক মিয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন উত্তর খুরমা ইউনিয়নের ফারুক আহমদকে গুম ও হত্যার প্রকৃত আসামিদের আড়ালে রাখার উদ্দেশ্যে ও উত্তর খুরমা ইউনিয়নের উন্নয়ন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমেদের বিরুদ্ধে চক্রান্ত করছে একটি মহল। এসময় তারা এর তীব্র নিন্দা জানান।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট