জাতিকে উন্নয়নের দিকে নিয়ে যেতে শিক্ষার বিকল্প নেই : এমপি সামাদ

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, জাতিকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে শিক্ষা অর্জনের বিকল্প নাই। বতমান সরকার শিক্ষার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সব কাজে যোগ্যতা সম্পন্ন মানুষ সৃষ্টি করতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী হয়েছেন তার উদার মনোভাবের কারণে। এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি কিছুদিনের মধ্যে নির্বাচনী এলাকায় উন্নয়নে দৃশ্যমান অনেক কিছু দেখতে পারবেন।

গত ২৪ জুলাই ফেঞ্জুগঞ্জ পিপিএম উচ্চ বিদ্যালয়ের বাষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে এ কথা গুলো বলেছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুবেদ আহমদ চৌধুরী শিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, ফেঞ্চুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ নুরুল হুদা, ওসি নাজমুল হক, পরিচালনা কমিটির সদস্য মঈন উদ্দীন আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মুহিব উদ্দীন বাদল, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্দা কমান্ডার আকরাম হোসেন, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সহ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ।
শিক্ষক আব্দুল লতিফের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন ছাত্র ওয়াজিব খান জিলাল। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ। দোয়া পরিচালনা করেন মাওঃ সোলায়মান হোসেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট