নগরবাসীর সেবায় আজীবন কাজ করে যাবো : আরিফ

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশনে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট নগরবাসীর সেবায় আজীবন কাজ করে যাবো। বিগত দিনে নানা প্রতিকূলতার মধ্যেও সিলেট নগরীর উন্নয়নে সর্বোচ্চ চেষ্ঠা করেছি। যার স্বাক্ষী রয়েছেন নগরবাসী। আবারো আমাকে নির্বাচিত করলে সিলেটকে মেগা সিটিতে রুপান্তর করতে কাজ করবো।

আজ মঙ্গলবার সকালে নগরীর জিন্দাবাজার, বারুতখানা, হাওয়াপাড়া, বন্দরবাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ভোটারদের সাথে সালাম বিনিময় ও ভোট প্রার্থণা করেন।গণসংযোগকালে কেন্দ্রীয় বিএনপি নেতা কলিম উদ্দিন  মিলন’সহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট