মানুষের ভালবাসা দেখে আমি মুগ্ধ : কামরান

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, মানুষের ভালবাসাই আমার মূল শক্তি। প্রচারণায় যেখানেই যাচ্ছি, সেখানেই আমার প্রতি মানুষের ভালবাসা দেখে আমি মুগ্ধ। তারা আমাকে আবারো মেয়র হিসেবে দেখতে চান। নির্বাচিত হলে তাদের প্রত্যাশা পূরণে সর্বাত্মকভাবে কাজ করবো।

আজ মঙ্গলবার সকালে নগরীর বাদামবাগিচা এলকায় পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বাদামবাগিচা ও আশপাশের এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।

এসময় জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট