আরিফুল হক চৌধুরীর ঘনিষ্টজন জুরেজ আব্দুল্লাহ গুলজার গ্রেফতার

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

বিএনপি মনোনীত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর ঘনিষ্টজন জুরেজ আব্দুল্লাহ গুলজারকে গ্রেফতার করেছে পুলিশ। তার পারিবারিক সূত্রে জানা যায় মঙ্গলবার (২৪জুলাই) রাত ৩টার দিকে নগরীর হাওয়াপাড়ার বাসা থেকে কোতোয়ালী থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ডিউটি অফিসার এএসআই আনোয়ারা জানান, সোমবার রাত ৩টার দিকে বিএনপি’র দলীয় একটি মারামারি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট