উন্নয়নের প্রতীক নৌকায় ভোট চাইলেন মিসবাহ সিরাজ

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ‘নৌকা প্রতীক হচ্চে উন্নয়নের প্রতীক। তাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’

সোমবার নগরীর ওসমানী মেডিকেল কলেজ কোয়ার্টার, নাসিং হোস্টেল, মেডিকেল কলোনীসহ আশপাশের এলাকায় নৌকার পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াত জোট দেশের উন্নয়ন কার্যক্রম ব্যহত করতে জ্বালাও-পোড়াও, বোমাবাজি মানুষ হত্যাসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্রেখ করে তিনি আরো বলেন, ‘বিএনপি-জামায়াত জোট দেশের উন্নয়ন করেনা। তারা ক্ষমতায় এলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়। আর আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ উন্নয়নের শীর্ষে পৌছায়। বিশ্বে মাথাউঁচু করে দাঁড়ায়। এ কারণে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হবে এবং বোমাবাজ দুর্নীতিবাজদের বয়কট করতে হবে।’

গণসংযোগকালে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, আওয়ামীলীগ নেতা সৈয়দ মাসুম আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মোর্শেদ আহমদ রানা, ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সজল এস চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক বুদ্ধ, সাংগঠনিক সম্পাদক রায়হান, দপ্তর সম্পাদক আরাফাত, সমাজসেবা সম্পাদক অয়ন, ছাত্রলীগ নেতা সুজন আহমদ, সৈয়দ শাকিল, সুহেল আহমদ, শাকিল আহমদ, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামিমা নাছরিন, সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, মো. সিরাজুল ইসলাম, ভ্রান্তি বালা দেবী, মোসা. জুবেদা খানম, খাদিজা বেগম, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলেমান আহমদ, সহ- সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মো. ইউসুফ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, মহেশ বিশ্বাস, কোষাধক্ষ্য নিলুফা ইয়াসমিন, সহ- কোষাধক্ষ্য রেবা রানী পাল, দপ্তর সম্পাদক ইমরান আহমদ তাপাদার, সহ- দপ্তর সম্পাদক শাহেনা আক্তার রেখা, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী মো. সামছুল আলম, সহ- প্রকাশনা সম্পাদক মো. নাজির আলম, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক উজ্জল দাস, বিজ্ঞান ও গবেষনা সম্পাদক সুরাইয়া পারভীন, সহ- বিজ্ঞান ও গবেষনা সম্পাদক একরামুল হক, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. আব্দুল খালেক, সহ- সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সবিতা রানী দে, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদ মাহমুদ, সহ- ধর্ম বিষয়ক সম্পাদক রতœা রানী দাশ, ছাত্র বিষয়ক সম্পাদক তারিক হাসান, সহ- ছাত্র বিষয়ক সম্পাদক মো. কিবরিয়া খোকনসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট