কামরানের পক্ষে জেবুন্নেছা হকের মতবিনিময়

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে নৌকা মার্কার সমর্থনে নগরীর ৪নং ওয়ার্ডের মজুমদারীস্থ আহমদ ভিলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুলাই) রাতে সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস হেলেন আহমদ এর উদ্যোগে এ মতবিনিময় সভাটিত অনুষ্ঠিত হয়।

৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক চৌধুরী মতিনের সভাপতিত্বে ও জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মিসেস হেলেন আহমদ এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সিসিকের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পত্নী আছমা কামরান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি সালমা বাছিত, সামছুন্নাহার মিনু, ৪নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আনোয়ার বখত মজুমদার।

এছাড়া আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজেদা পারভীন, সাবেক ছাত্রনেতা প্রবাসী খালেদ আহমদ চৌধুরী, জালালাবাদ থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম কাওছার আহমদ।

কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে ওয়ার্ডের অসংখ্য নেতা-নেত্রী ও সমর্থকগণ অংশ গ্রহণ করেন।

সভায় বক্তারা মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে কাজ করার আহবান জানিয়ে বলেন, সিলেটে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের জনগণ জানেন নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়।

বক্তারা বঙ্গবন্ধু ও সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট