৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা বিএনপির ২ দিনব্যাপী কর্মসুচী

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ লা সেপ্টেম্বর। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া গনমানুষের প্রিয় সংগঠন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী কর্মসুচী ঘোষনা করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠবার্ষিকী পালনের জন্য জেলা ও মহানগর বিএনপির আওতাধীন সকল শাখা সমুহের প্রতি আহ্বান জানান তারা।

সোমবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, মহানগর সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- যথাযোগ্য মর্যাদায় বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য সিলেট জেলা ও মহানগর বিএনপি প্রস্তুতি গ্রহন করেছে। একই সাথে জেলা ও মহানগরের আওতাধীন সকল শাখা সমুহকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আহ্বান জানানো হয়েছে।

জেলা ও মহানগর বিএনপি ঘোষিত ২দিনব্যাপী কর্মসুচীর মধ্যে- ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী শুরু হবে। ২ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজিদে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া ১ সেপ্টেম্বর সকাল ৬ ঘটিকা থেকে সিলেট বিএনপির সকল শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি ঘোষিত কর্মসুচী সর্বাত্মকভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সিলেট বিএনপি নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট