সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ আটক

প্রকাশিত: ৪:৫১ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৮

২৩ জুলাই ২০১৮, সোমবার : সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদ আহমদকে শাহপরান থানা পুলিশের একটি দল ধরে নিয়ে গেছে বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। তবে ভোর ৪টা পর্যন্ত শাহপরান থানার পক্ষ থেকে সাঈদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

ছাত্রদল নেতা সাঈদ আহমদের পরিবারের সদস্যরা জানান- সোমবার ২৩ জুলাইর প্রথম প্রহরে কয়েকজন লোক সাঈদের বাসায় যান। তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে সাঈদ আহমদকে বাসা থেকে ধরে নিয়ে যান।

সাঈদ আহমদকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছেন বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার।

পুলিশ সূত্রে জানা যায়- জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কিন্তু দলীয় সূত্রে জানা গেছে সবগুলোতেই তিনি জামিনে রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট