আইনের শাসন প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন : আব্দুল আজিজ

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০১৮

২১ জুলাই ২০১৮, শনিবার : সিলেট মহানগর যুবদলের সিনিয়র নেতা আব্দুল আজিজ বলেছেন, যদি সত্যিকার অর্থে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, আইন-শৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হয় তাহলে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

২০জুলাই শুক্রবার বিকেলে ৬নং ওয়ার্ডে সিসিক নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদল আয়োজিত গণগংযোগে তিনি এ কথা বলেন।

আব্দুল আজিজ বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই, কারো অধিকার নেই, চারদিকে লুটপাট চলছে, আইন-শৃঙ্খলা বলতে কিছুই নেই। দেশে কোন বিচার নেই।

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সম্মান বাঁচাতে তিনি সকলের প্রতি বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীকে ভোট দেয়ার আহ্বান জানান।

গনসংযোগে অংশ নেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির যুগ্ম-আহ্বায়ক নিজাম ইউ জায়গীরদার, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আলী আকবর, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল খালিক, মহানগর যুবদল নেতা সোহেল মাহমুদ, জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, জালালাবাদ থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-সম্পাদক খোকন রঞ্জন দে, বিমানবন্দর থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মঈন উদ্দিন, মহানগর যুবদল নেতা আমির হোসেন, এনামুল হক লায়েছ, জালালাবাদ থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন, আব্দুস সালাম, রুস্তুম আলী,রুহেল আহমদ, মহানগর যুবদল নেতা আব্দুস সাহিদ, জুয়েল আহমদ, সানু শিকদার, সামছু উদ্দিন, জুনেদ আহমদ, আব্দুল মন্নান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট