মেয়র প্রার্থী আরিফের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে যুবদলের গণসংযোগ

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৮

১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার : সিলেট জেলা ও মহানগর যুবদলের গণসংযোগে যোগদিয়ে মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, যুবদল নেতাকর্মীরা খুবই মেধাবী ও পরিশ্রমী। সেই মেধা ও শ্রম দিয়ে সিলেট সিটি নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদল সহ সবাইকে কান্ডারী হিসেবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং এ জন্য যুবদলকে নির্বাচনের দিন প্রতিটি ভোট কেন্দ্র পাহারা দিতে হবে।

তিনি সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে যুবদলকে সমন্বয় করে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানান।

আরিফুল হক চৌধুরী বলেন, আমি বিশ্বাস করি আপনারা আমার হয়ে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিবেশীদের ঘরে ঘরে ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন, আমি মনে করি আপনারা প্রত্যেকে এক একজন আরিফুল হক চৌধুরী। সিলেটে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ৩০ জুলাই ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করে কারান্তরীণ দেশমাতা বেগম খালেদা জিয়াকে বিজয় উপহার দিতে হবে।

সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে ১৮ জুলাই বুধবার দিনব্যাপী নগরীর ৫নং ও ১৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন যুবদল নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি, সাবেক সিটি কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন, জেলা বিএনপির উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান, মহানগর যুবদল নেতা আব্দুল আজিজ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, যুবদল নেতা কামরুল হাসান শাহীন, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আলী আকবর, শাহপরান থানা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব মেম্বার, সোহেল মাহমুদ, জালাবাবাদ থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন, জেলা ও মহানগর যুবদল নেতা আব্দুল খালিক, তারেক আহমদ, এহসানুল করিম মিশু, মাসুদ আলী মাছুম, মাসুম লস্কর, খোকন রঞ্জন দে, মঈন উদ্দিন, আব্দুল মুকিত সুমেল, লায়েস আহমদ, ডাঃ সাইদুর রহমান, তমিজুল ইসলাম,খালেদ আহমদ, বাবুল মিয়া, এনামুল হক পাবেল, হাবিবুর রহমান হাবিব, আব্দুস সাহিদ, জাকির হোসেন, এইচ.এম দিলওয়ার, রফিক দেওয়ান, আলী আহমদ, শামীম আহমদ, আব্দুস সালাম, আজির উদ্দিন, এনামুল হক এনাম, শিপন চন্দ্র, আমির হোসেন, জুনেদ আহমদ, আলাই মিয়া, সানুর আহমদ, এহসান আহমদ চৌধুরী, আহিয়ান আহমদ, বেলাল মিয়া, আব্দুল মান্নান, রায়হান আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গণসংযোগে অংশ গ্রহণ করেন। -বিজ্ঞপ্তি

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট