আমাকে জুজুর ভয় দেখাবেন না : আরিফ

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০দলের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘আমাকে জুজুর ভয় দেখাবেন না, যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্টার মাধ্যমে নগরীর উন্নয়নই লক্ষ্য, সেখানে সকল ষড়যন্ত্র বানের পানিতে ভেসে যাবে।’

তিনি দাবি করেন, ‘নির্বাচনকে ঘিরে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও নাগরিকদের মধ্যে শঙ্কাও রয়েছে। নির্বাচন কমিশন ও সরকারকেই এই শঙ্কা দূর করতে হবে। নতুবা সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেন আরিফ।

বুধবার দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে নগরীর মদিনা মার্কেট থেকে পাঠানটুলা পর্যন্ত ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।  তিনি এও বলেন, ‘আমি সবসময় জনগণের কথা চিন্তা করেছি। নগরের উন্নয়নকে নিজের জীবনের অন্যতম মিশন হিসেবে নিয়েছি। জনগণের ভালোবাসায় আমি মুগ্ধ। নগরের উন্নয়ন এবং স্বার্থ রক্ষায় নিজেকে উৎসর্গ করতে পিছপা হবো না।’

গণসংযোগে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট ফজলুল হক আসপিয়া, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি ডা. সাখাওয়াত হাসান জীবন, সাবেক এমপি বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দিলাদার হোসেন সেলিম, সুনামগঞ্জ বিএনপির সভাপতি সাবেক সাংসদ কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাবেক এমপি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা এডভোকেট শাহিনূর পাশা চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী, খেলাফত মজলিস সিলেট মহানগরের সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদারসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট