লালাবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের : ৪০ জন ওসমানীতে ভর্তি

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০১৮

লালাবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের : ৪০ জন ওসমানীতে ভর্তি

দক্ষিণ সুরমার লালাবাজার ও সাত মাইলের মধ্যবর্তী স্থানে বাস-ট্রাক ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৪০ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে। নিহতরা হলেন-দক্ষিণ সুরমার খাজাখালু গ্রামের মাহবুবুর রহমান(২৫) এবং জৈন্তাপুরের ঠাকুরের মাটি এলাকার চাতড়ি গ্রামের কাজল পাত্র(৪৫)।

দক্ষিণ সুরমা থানার এস আই রিপন জানান, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ২/৩ জনের অবস্থা ছিল গুরুতর। তাদের কেউ হয়তো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট