সিলেটে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, আটক ১

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৮

সিলেটে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, আটক ১

সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে সালেক মিয়া নামের এক অপহরণকারীকে আটক করেছে র‍্যাব। এসময় অপহৃত কলেজছাত্রীকেও উদ্ধার করা হয়।

শনিবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে র‍্যাব-৯ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।

আটককৃত সালেক মিয়া (৩৫) ছাতক উপজেলার আন্দাইরগাঁও গ্রামের ওয়াছির মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, ভিকটিম (১৭)কে গত ১৯ এপ্রিল কলেজে যাওয়ার পথে কোম্পানীগঞ্জ যাত্রী ছাওনী থেকে মিথ্যা প্রেমের প্রলোভন দেখিয়ে অপহরণ করে সালেক। পরবর্তীতে ভিকটিমকে খাগড়াছড়ি নিয়ে যায় এবং ভিকটিমের বাবা নুর ইসলাম (৫০) কে মোবাইলের মাধ্যমে মুক্তিপণ দাবি করে। দীর্ঘ তিন মাস বিভিন্ন জেলায় আত্মগোপন করে ভিকটিমসহ আসামী
সালেক।

এ ঘটনায় ভিকটিমের বাবা কোম্পানীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে তিনি র‌্যাবের কাছে সাহায্য চাইলে র‌্যাব বিষয়টি নিয়ে অভিযান চালিয়ে যায় এবং অপহরণকারীকে ধরতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে আসামী সালেক মিয়া অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

উদ্ধারকৃত ভিকটিম ও আটককৃতকে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট