সিসিক নির্বাচনে আরিফের পক্ষে প্রচারণায় ইলিয়াস পত্মী লুনা

প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৮

সিসিক নির্বাচনে আরিফের পক্ষে প্রচারণায় ইলিয়াস পত্মী লুনা

১৪ জুলাই ২০১৮, শনিবার : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ইলিয়াস পত্মী তাহসীনা রুশদীর লুনা বলেছেন, এটা গাজীপুর কিংবা খুলনা নয়। সিলেট হচ্ছে পুণ্যভূমি। এখানে বিএনপি সর্বশক্তি দিয়ে সিলেটের জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
শুক্রবার (১৩ জুলাই ২০১৮ ইংরেজী) রাতে মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রধান কার্যালয়ে জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দলের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তাহসীনা রুশদীর লুনা এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আমরা কোন অন্যায়কে প্রশয় দেবো না। যেখানেই অন্যায় হবে সেখানেই বিএনপির সৈনিকরা রুখে দাঁড়াবে। তিনি আসন্ন নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সাহস ও ধৈর্য্যরে সাথে মোকাবেলা করার জন্য পরামর্শ দেন।
মতবিনিময়কালে মেয়র প্রার্থী আরিফুল হক ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাসিম হোসেইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, মহানগর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, যুগ্ম-সম্পাদক আব্দুল আজিজ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম’সহ সিনিয়র নেতৃবৃন্দ।

মোঃ ফরিদ আহমদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সোরমান আলী, নিজাম উদ্দিন, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইউনুছ মিয়া, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মোর্শেদ, সৈয়দ সামছুল হক, লিমন মিয়া, জুমেল ইসলাম জুমেল, মাসুক এলাহী চৌধুরী, মানিক মিয়া, নুরুল ইসলাম বাচ্চু, স্বপন ইসলাম, লিটন আহমদ চৌধুরী, মুক্তার আহমদ, আবদুল গফুর, ওলি আহমদসহ আরও অনেকে।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট