আরিফ,কামরান,জুবায়েরের প্রধান নির্বাচনী কার্যালয় প্রস্তুত : উদ্বোধন বিকেলে

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৮

আরিফ,কামরান,জুবায়েরের প্রধান নির্বাচনী কার্যালয় প্রস্তুত : উদ্বোধন বিকেলে

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হবে আজ মঙ্গলবার। সকাল ১০টা থেকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়রসহ তিনপদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রতীক পেয়েই প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

নির্বাচনী কার্যক্রম পরিচালনার সুবিধার্তে প্রধান নির্বাচনী কার্যালয় স্থাপন করবেন প্রার্থীরা। ইতিমধ্যে বেশিরভাগ প্রার্থী সম্ভাব্য কার্যালয়ের স্থান ঠিক করে রেখেছেন।

আজ আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপি সমর্থিক প্রার্থী আরিফুল হক চৌধুরী। এছাড়া জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়েরের প্রধান নির্বাচনী কার্যালয়ও আজ উদ্বোধন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

এর মধ্যে বাদ আসর সিলেট নগরীর মির্জাজাঙ্গালে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করবেন বদর উদ্দিন আহমদ কামরান। এর আগে সকালে ‘নৌকা’ প্রতীক বরাদ্দ পাওয়ার পর হযরত শাহজালাল (র.) দরগাহ মাজার জিয়ারত করবেন তিনি। জিয়ারত শেষে দরগাহ সংলগ্ন এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি।

একই ভাবে বিকেল ৫টায় শাহী ঈদগাহস্থ মিতা কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হবে। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করবেন মাওলানা রশিদুর রহমান ফারুক সাহেব বরুনা। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে ২০ দলীয় ঐক্যজোট, বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী, সিলেটের সর্বস্তরের জনগন’সহ সিলেটের গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া বিকেল সাড়ে ৫টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ নুরে আলা কমিউনিটি সেন্টারে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী জামায়াতের নগর আমীর এহসানুল মাহবুব জুবায়ের-এর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হবে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তাছাড়া অন্যসব প্রার্থীরাও আজ তাদের নিজ নিজ কার্যালয় উদ্বোধন করবেন বলে সূত্র জানিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট