জেদ্দায় বাংলাদেশ কনসুলেট অফিসের ফার্স্ট সেক্রেটারি আলতাফ হোসেন এতথ্য জানিয়েছেন। আহতরা হচ্ছেন- সোহরাব হোসেন (৫০) এবং হাফসা (১৩)। গত শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশিদের বহনকারী গাড়িটি মক্কায় যাওয়ার পথে আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর শুনে জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন গতকালই। হাসপাতালে আহতদের বিষয়ে খোঁজখবর নেন। ওমরা পালনের জন্য তারা সৌদি আরব গিয়েছিলেন বলে দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের মরদেহ আল নূর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৌদি আরবের মক্কায় আরাফাত ময়দানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও সন্তানসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হচ্ছেন- হেনা আক্তার (৪৫), তাঁর পুত্র আরিফ আহমেদ (২২) এবং রোকেয়া বেগম (৪০)। হেনা আক্তার এবং আরিফ আহমেদ ঢাকার ধানমন্ডি ও আর রোকেয়া বেগম নরসিংদীর বাসিন্দা।
