হিল গ্রুপের প্রতিবাদ

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬

বিগত ১৪আগষ্ট একটি শক্তিশালী সংঘটনের নাম ব্যাবহার করে “হিল গ্রুপ সামাজিক সংগঠন জগন্নাথপুর ডিগ্রি কলেজ শাখার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে জনপ্রিয় সাইট “ফেইসবুকে” যে মিথ্যা,বানুয়াট ও রাজনীতিক উদ্দেশ্য হাসিলের আশায় যে অপপ্রচারে লিপ্ত হয়েছেন তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গরীব অসহায় ছাত্রছাত্রীদের এই প্রিয় সংগঠনটি।
সোমবার বিকালে কলেজ রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্য্যালয়ে হিল গ্রুপ সামাজিক সংঘটনের সভাপতি ছাত্রনেতা ফুজায়েল আহমদ সাজুর সভাপতিত্বে ও সেক্রেটারী আকমল হোসেনের পরিচালনায় তাৎক্ষনিক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-সংগঠনের প্রচার সম্পাদক জাবির আহমদচৌধুরী,কাশেম আহমদ,রকি কাউসার,রিয়াজ,আখলাক,জিয়া,সালমান,শিপন,জাকির প্রমুখ।
ছাত্রনেতা ফুজায়েল আহমদ সাজু তার বক্তব্যে বলেন-যারা আমাদের কে সমাজের উপকারে বাধা দিচ্ছে এরা সমাজের নিচু মনের মানুষ।হিল গ্রুপ ২০১৩ সাল থেকে কলেজ ক্যাম্পাসে সমাজের উপকার করে আসছে,কোন রাজনীতিক সংগঠনের উপকারের জন্য হিল গ্রুপ নয়।কেউ বিরুধী দল করলে কি সামাজিক সংঘটন করতে পারবেনা।এই সংগঠনে রয়েছে ছাত্রলীগ,ছাত্রদল,ছাত্র জমিয়ত সহ এক ঝাক মেধাবী তরুন।যিনি এই অপপ্রচার করছেন এবং হিল গ্রুপকে নিষিদ্দ্ব করার দাবী করছেন উনাকে তার অপপ্রচার বন্দ্ব করে,কাপুরুষত্ব বন্দ্ব করে ক্যাম্পাসে এসে কথা বলার আহবান জানান,তিনি হুশিয়ারী দিয়ে বলেন হিল গ্রুপ কারো রক্ত চক্ষুকে ভয় করেনা,সমাজের উপকারে হিল গ্রুপের প্রতিটা সদস্য তাদের অস্থিত্ব ঠিকিয়ে রাখতে প্রয়োজনে রাজপতে অবস্থান নিবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট