জিন্দাবাজার এলিগ্যানসট মার্কেটে সেল ফোন ডটকম’র শুভ উদবোধন

প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০১৬

১৫ আগস্ট ২০১৬, সোমবার : সিলেট নগরীর জিন্দাবাজারস্থ এলিগ্যানসট মার্কেটে সেল ফোন ডটকম’র ব্র্যান্ড শপের যাত্রা শুরু। গতকাল ১৪ আগস্ট সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ শো-রুমটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সত্ত্বাধিকারী ফয়জুল হাসান , আব্দুল মুমিন , মোঃ মকবুল,  শিপলু আহমদ , বিলাশ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষে সেল ফোন ডটকমের গ্রাহকদের জন্য নির্দিষ্ট মডেলের ফোনের জন্য দিচ্ছে সর্বোচ্চ ২০শতাংশ পর্যন্ত ছাড়।
সেল ফোন ডটকম নতুন প্রযুক্তির মোবাইল ফোন সেবা মানুষের হাতে পৌঁছে দিতে সিলেটের বাজারে আকর্ষনীয় ফিচারের নিত্য নতুন ফোন নিয়ে এসেছে। এখন পর্যন্ত সেল ফোন ডটকম উল্লেখযোগ্য সংখ্যক ফোন বাজারজাত করেছে। যার অধিকাংশই ক্রেতার মনোযোগ আকর্ষন করতে সক্ষম হবে ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট