বিছনাকান্দিতে ডুবে মারা যাওয়া বুয়েটের দুই শিক্ষার্থীর দাফন সম্পন্ন

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০১৬

সিলেটের বিছনাকান্দিতে পানিতে ডুবে মারা যাওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই ছাত্রের দাফন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার বিকেলে সিলেটের পিয়াইন নদীতে গোসল করতে গিয়ে মৃত্যু হয় তাদের।মশিউর রহমান সিয়াম (২৩) ও সাঈদ লতিফ (২৪) বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। সিয়ামের বাড়ি রাজশাহী মহানগরীর শেখপাড়া এলাকায়। তার বাবা মাহবুবুর রহমান একজন পান-দোকানদার। আর সাঈদের বাড়ি গাইবান্ধার বড় জামালপুরে।শুক্রবার বাদ আসর হেতেম খাঁ বড় মসজিদে সিয়ামের জানাজা হয়। এরপর তাকে হেতেম খাঁ গোরস্থানে দাফন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট