মেয়র আরিফকে কেন জামিন দেয়া হবে না জানতে চেয়ে আদালতের রুল

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

Manual6 Ad Code
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে কেন জামিন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী দশদিনের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে মেয়র আরিফুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোহাম্মদ বশীর উল্লাহ।
গত ২২ মার্চ মায়ের অসুস্থতার কারণে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ মেয়র আরিফুল হক চৌধুরীকে ১৫ দিনের জন্য জামিন দিয়েছিলেন। জামিনে মুক্তির পর গত ১০ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code