শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের প্রবাসী সাংবাদিক ফারুক ও ওসমানকে সংবর্ধনা

প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সদস্য আমেরিকা প্রবাসী আমীর ফারুক তালুকদার ও প্রেসক্লাবের সাবেক সদস্য ইটালী প্রবাসী ওসমান গনি হেলালকে সংবর্ধনা দেয়া হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদের পরিচালনায় এ সংবর্ধনা দেওয়া হয়।
এতে বক্তব্য রাখেন- সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত, অধ্যাপক ফিরুজুল ইলসাম চৌধুরী, প্রেসক্লাবের আজীবন সদস্য প্রকৌশলী অমিয় চক্রবর্তী, সহ-সভাপতি সমিরণ চক্রবর্তী শংকু, সিনিয়র সদস্য ফজলুল হক চৌধুরী সেলিম, যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রতন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, সাংবাদিক কামরুল হাসান, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মিজানুর রহমান সুমন, সৈয়দ এ আর মাসুক , শামীম চৌধুরী প্রমুখ। পরে দুই প্রবাসী সাংবাদিককে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট