কানাইঘাটে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

কানাইঘাট উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে কর্মজীবি মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সিও অপু দাসের পরিচালনায় উক্ত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভ‚মি শামীম আল ইমরান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র শাহা, উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, ভেটেনারী সার্জন ডা. শফিকুল আলম, ঝিঙ্গাবাড়ী ইউপির বর্তমান চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মাহমুদ, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, কানাইঘাট কমিউনিটি ক্লাবের সেক্রেটারি সাংবাদিক আব্দুন নূর, সাংবাদিক জামাল উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা নারী উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ ইউপি সদস্যা নারী নেত্রী রুবি রানী চন্দ। বক্তব্য রাখেন- নারী উন্নয়ন ফোরামের সহ-সভাপতি দিপ্তী রানী দাস, সদস্য জাহানারা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেন- নারীর ক্ষমতায়ন ছাড়া সমৃদ্ধ দেশ গঠন সম্ভব নয়। এ জন্য নারীদের সকল পেশায় পুরুষের সাথে তাল মিলিয়ে যোগ্যতার স্বাক্ষর রেখে কাজ করতে হবে। দেশে নারীর ক্ষমতায়ন দিন দিন প্রতিষ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন- উপজেলা নারী উন্নয়ন ফোরামের যে কোন ধরনের কার্যক্রমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষিত ১১ জন নারীর মধ্যে সেলাই মেশিন ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট