বেগম খালেদা জিয়ার ডান চোখে সফল অস্ত্রোপচার : দোয়া কামনা

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০১৭

বেগম খালেদা জিয়ার ডান চোখে সফল অস্ত্রোপচার : দোয়া কামনা

লন্ডন প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডান চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার বিকালে লন্ডনের মরফিল্ড চু হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রীর ডান চোখে এই সফল অস্ত্রোপচার হয়। অপারেশনের ৩ ঘন্টা অতিবাহিত হবার পর তিনি তাঁর বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ফেরেন। বেগম খালেদা জিয়া সুস্থ আছেন এবং দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন। চিকিৎসকের পরামর্শক্রমে তিনি বিশ্রামে রয়েছেন। : অপারেশনসহ যাবতীয় চিকিৎসা কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করছেন লন্ডনে অবস্থানরত বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান। পুত্রবধূ ডা. জুবায়দা রহমান ও শর্মিলা রহমানও সাবেক এই প্রধানমন্ত্রীকে সার্বণিক দেখাশুনা করছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সংবাদ সম্মেলনে লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এসময় তিনি আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দেশব্যাপী মসজিদ ও সকল ধর্মীয় উপাসনালয়ে দোয়া করার জন্য দলীয় নেতা কর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট