আবারো ডিবি কার্যালয়ে ফরহাদ মজহার

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৭

আবারো ডিবি কার্যালয়ে ফরহাদ মজহার

খ্যাতিমান লেখক, কলামিস্ট কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারকে ঢাকা মহনগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজধানীর শ্যামলীর বাসা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

পুলিশ জানায় ফরহাদ মজহারের জবানবন্দি ও তদন্ত প্রতিবেদনের তথ্যে গরমিল থাকায় তাকে নিয়ে আসা হয়েছে।

গত ৩ জুলাই ভোরে নিজ বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন ফরহাদ মজহার। পরে রাত সাড়ে ১১টার দিকে যশোরের নওয়াপাড়ায় খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরদিন সকাল নয়টার দিকে খুলনা থেকে ফরহাদ মজহারকে রাজধানীর আদাবর থানায় আনা হয়। সেখান থেকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট