৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৭
৭ জুলাই ২০১৭, শুক্রবার : সংসদে বাজেট পাস হওয়ার পর শুক্রবার প্রথম সিলেট সফরে এসেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দুপুরে অর্থমন্ত্রী বিমানযোগে সিলেটে এসে পৌঁছলে আওয়ামী লীগ ও যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে বিপুল অভ্যর্থনা জানান। পরে তাকে সিলেট নগরীতে নিয়ে আসা হয়। তিনি কুমারপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করে সিলেট চেম্বার আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন। সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ তাকে স্বাগত জানান।
এতে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রীর অনুজ ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সেক্রেটারী শফিকুর রহমান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, কানাডা আওয়ামী লীগ সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে সংবর্ধনা দিয়েছে সিলেট মহানগর যুবলীগ। এসময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী মুহিত বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ১৯ সালের নির্বাচনে রাষ্ট্র নায়ক শেখ হাসিনার সকারকে আবারো ক্ষমতায় আনতে সিলেট মহানগর যুবলীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় সদস্য সাবেক মেয়র সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলাপরিষদের চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি এড. লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এম.পি শফিকুর রাহমান চৌধূরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসফাক আহমদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমেদ আল কবির, সারোয়ার আহমদ,এস এম নুনু মিয়া, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ন আহবায়ক মুশফিক জায়গিরদার, বেলাল খান, আনিসুজ্জামান আনিস, আনিসুর রাহমান তিতাস, লাহিন আহমদ, সাজু ইবনে হান্নান খান, ইমামুর রাহমান লিটন, হোসেন আহমদ বাবু, কলিন্স সিংহ, এড. গিয়াস, মিনহাজ চৌঃ লিটন, গুলজার আহমদ জগলু, আব্দুর রব সায়েম, জাহির চৌধুরী, ওমর ফারুক, ইসলাম উদ্দিন, বাসিত বিন সুমন, এমদাদ হুসেন ইমু, সাকারিয়া হুসেন শাকির, হাসনাত চৌঃ শিপলু, ইয়াসিন আহমদ, হুসেন আহমদ, মাসুদ আহমদ প্রমুখ।
বিকালে অর্থমন্ত্রীর বালাগঞ্জে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের কর্মসূচি রয়েছে। পরদিন শনিবার তিনি সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত বিভিন্ন কর্মসূচি ছাড়াও অন্যান্য কর্মসূচিতে যোগ দেবেন।
প্রসঙ্গত, গত ২৯ জুন সংসদে বাজেট পাস হয়। এ কারণে অর্থমন্ত্রী এবার সিলেটে ঈদুল ফিতর উদযাপন করতে পারেননি। ঈদ এবং বাজেট পাসের পর শুক্রবারই প্রথম সিলেটে আসেন অর্থমন্ত্রী।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D