মাধবপুর বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৬

হবিগঞ্জ জেলার মাধবপুর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মদ  উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ।

৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোর রাতে  মনতলা বিওপি’র একটি টহল দল সুবেদার হাবিবুর রহমান মুন্সি এর নেতৃত্বে মাধবপুর উপজেলার শাহজাহান পুর ইউনিয়নের জালুয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ৫৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

একই দিন রাতে ধর্মঘর বিওপি’র একটি টহল দল সুবেদার আবু হানিফ এর নেতৃত্বে মাধবপুর উপজেলার আলীনগর এলাকায় অভিযান চালিয়ে  আসামীবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

অপরদিকে একই দিন ভোর রাতে রাজেন্দ্র পুর বিওপি’র একটি টহল দল নায়েব সুবেদার মোঃ কামাল মজুমদার এর নেতৃত্বে উপজেলার চৈতন্যপুর এলাকায় অভিযান চালিয়ে  আসামীবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। পৃথক অভিযানে উদ্ধারকৃত ১২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট