সালমানকে ‘আপন ভাই’ মনে করেন সঞ্জয়

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৬

Manual4 Ad Code

‘সালমান খানের সঙ্গে কোনও লড়াই নেই, সে আমার ছোট ভাই। আগেও সে তাই ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। সমস্ত কাজে সফল হোক সে।’ জন্মদিনের সন্ধ্যায় সাংবাদিকদের সামনে এমনটাই বললেন ‘মুন্না ভাই’ সঞ্জয় দত্ত।

Manual3 Ad Code

 তিনি আরও জানালেন, তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সালমানও। সম্প্রতি ৫৭ বছরে পা দেন বলিউডের এই অভিনেতা।

সঞ্জয় দত্ত আরও বলেন, ‘কাজের চাপের কারণেই তাদের বেশি দেখা সাক্ষাত হয় না। তবে দুজনের মধ্যে সৌহার্দ্যের কোনও অভাব নেই।’

Manual2 Ad Code

ফিল্ম ইন্ডাস্ট্রিতে দত্ত এবং খান দুজনের সম্পর্কের রসায়নটা বেশ অন্যরকম ছিল। কিন্তু এ বছর জেল থেকে ছাড়া পাওয়ার পর সঞ্জয়ের সঙ্গে এক ফ্রেমে ধরা পড়েননি সালমান। এই নিয়েই শুরু হয় গুঞ্জন, দুজনের সম্পর্কের বাঁধন আর আগের মতো নেই।

Manual4 Ad Code

এ নিয়ে প্রশ্নের জবাবেই সঞ্জয় জানান, সালমান তার ছোট ভাই। আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, সংবাদমাধ্যমে দেখানো হয় সালমানের সঙ্গে আমার লড়াই চলছে। কিন্তু কিসের লড়াই? ছোটভাইয়ের সঙ্গে কি কেউ লড়াই করে? আমাদের মধ্যে কোনও সমস্যাই নেই। আমি ওকে ভীষণই ভালোবাসি। তাই এই বিষয়টিকে নিয়ে যেন কোনও ইস্যু করা না হয়।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code