ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশের অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৬

জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অগ্রসৈনিক জেনারেল আতাউল গণি ওসমানী সর্বজন নিবেদিত মানুষ বাংলার অংহকার। আর সেই নামে উদ্বুদ্ধ হয়ে আমাদের সিলেটের মেধাবী তরুণরা আজ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে নবগঠিত ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ। সেই মহান মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। উপরোক্ত কথাগুলো বলেন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক।
ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ এর নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শান্ত ও সাংগঠনিক সম্পাদক মনির হোসাইন এর পরিচালনায় সভাপতি মাহমুদুর রহমান লায়েক এর সভাপতিত্বে গতকাল ৫ আগস্ট শুক্রবার সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলীস্থ কুইন্স টাওয়ারে ১ম অভিষক অনুষ্ঠান ২০১৬ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। বিশেষ অতিথি হিউম্যান রাইটস ওয়াস ট্রাস্ট অফ বাংলাদেশ এর চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান, সাপ্তাহিক বংলার মাটির সম্পাদক ও প্রকাশ আখলিছ আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যাংকার মোঃ গজনফর আলী, ৯নং দয়ামী ইউপির চেয়ারম্যান, আব্দুল হাই মুশাহিদ, ছাত্রলীগ নেতা এবিএম সিদ্দিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ হানিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ ইমাদুল্লাহ, সংগঠনের গোলাপগঞ্জ উপজেলা শাখার আহবায়ক এস.ইউ শিপলু, ৬নং আমুড়া ইউপি মেম্বার আমান উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক ফুল মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ এর সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এনামুল হক মুরাদ। বিজ্ঞপ্তি

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট