ছাত্রদল নেতা চমনের মুক্তি দাবী করলেন ফরহাদ চৌধুরী শামীম

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৬

৫ আগস্ট ২০১৬, শুক্রবার : সিলেট মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের অাহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম এক বিবৃতিতে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ -সাংগঠনিক সম্পাদক  সাহেদ অাহমদ চমনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন সর্বক্ষেত্রে ব্যর্থ সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামালা দিয়ে হয়রাণী, গ্রেফতার,নির্যাতন করছে। অবিলম্বে এসকল স্বৈরাচারী অাচরণ বন্ধ করতে প্রশাসণের প্রতি দাবি জানান। পাশাপাশি সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাহেদ অাহমদ চমন সহ কারাগারে অাটক সকল নেতাকর্মীদের মুক্তি দাবী করেন ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট