কমলগঞ্জে প্রতিবন্ধী চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬

কমলগঞ্জে প্রতিবন্ধী চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের দু:স্থ, অসহায় ও প্রতিবন্ধী চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টায় কানিহাটি চা বাগানের দুই শতাধিক চা শ্রমিকসহ অন্যান্যদের মাঝে এ কম্বল এই বিতরণ করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসকের ত্র্ণ তহবিল থেকে বিতরণের জন্য এসব কম্বল প্রদান করা হয়।

Manual1 Ad Code

চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি উত্তম যাদবের সভাপতিত্বে ও চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক জয়নাল আবেদীন, নারী নেত্রী দিপালী গুপ্তা ও লাভলী পাল।

Manual2 Ad Code

এ সময় বক্তারা বলেন, শীত মৌসুম অনেকের জন্য আরামের হলেও সমাজের দু:স্থ ও অসহায় মানুষের জন্য এটি কষ্টের সময়। একটি কম্বল তুচ্ছ মনে হলেও শীতার্ত মানুষের জন্য তা জীবন বাঁচানোর সমান। মানবতার পাশে থাকার জন্য প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগ আরো বিস্তৃত হওয়ার আশা ব্যক্ত করেন।

Manual1 Ad Code


 

Manual1 Ad Code
Manual7 Ad Code