সিলেটে এক কোটি ৩০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬

সিলেটে এক কোটি ৩০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

Manual1 Ad Code

সিলেট জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ২৪ ও ২৫ জানুয়ারি বিজিবির পৃথক অভিযানে প্রায় এক কোটি ৩০ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এসব পণ্যের মধ্যে রয়েছে কাপড়, খাবার, প্রসাধনী।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সংগ্রাম, ডিবির হাওর বিশেষ ক্যাম্প, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, দমদমিয়া, কালাইরাগ ও বাংলাবাজার বিওপি এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় গরু ও মহিষ, শাড়ি, কমলা, চিনি, সনপাপড়ি, জিরা, বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী, কম্বল, চকলেট, জুস, সিনকারা সিরাপ জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

একই সময়ে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শীতের কম্বল, সাবান, নিভিয়া সফট ক্রিম, সানসিল্ক শ্যাম্পু, পন্ডস ফেসওয়াশ, শাড়ি, বডি লোশন, অলিভ অয়েল, চকলেট, সনপাপড়ি ও সিগারেট জব্দ করে বলে দাবি করা হয়েছে।

Manual7 Ad Code

বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য এক কোটি ৩০ লাখ টাকা।

Manual3 Ad Code

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক কর্নেল নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে, তিনি বলেন।

Manual7 Ad Code

তিনি আরও জানান, আটককৃত চোরাচালানি মালামালের বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual8 Ad Code


 

Manual1 Ad Code
Manual2 Ad Code