জৈন্তাপুরে ভারতীয় চোরাইপন্য পাচারকালে দুইনারী সহ আটক ৪

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬

জৈন্তাপুরে ভারতীয় চোরাইপন্য পাচারকালে দুইনারী সহ আটক ৪

Manual8 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশের নিয়মিত চেকপোস্ট পরিচালনাকালে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট, বিস্কুট, মেহেদী সহ একটি হাইয়েস মাইক্রোবাস সহ চার জনকে আটক করেছে থানা পুলিশ।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৫ জানুয়ারি) জৈন্তাপুর মডেল থানা ফটক সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাসী কার্যক্রম পরিচালনা করে জেলা ট্রাফিক পুলিশের টিম।

দুপুর ১টা ৩০মিনিটে জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দীনার আলী মুন্সির নেতৃত্বে সঙ্গীয় ট্রাফিক পুলিশের টিম জাফলং হতে ছেড়ে আসা সিলেটগামী ধূসর রংয়ের হাইয়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৯-৬৮৮১) থামিয়ে তল্লাশীকালে গাড়ীতে থাকা বিপুল পরিমাণ প্লাস্টিকের ব্যাগের উপস্থিতি দেখতে পায়। তাৎক্ষনিক বিষয়টি জৈন্তাপুর মডেল থানা পুলিশকে বিষয়টি অবগত করেন ট্রাফিক পুলিশ কর্মকর্তারা। পরে সন্দেহ ভাজন গাড়ীটি থানা কম্পাউন্ডে নিয়ে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের উপস্থিতিতে বিভিন্ন প্লাস্টিকের ব্যাগ হতে ভারতীয় চোরাই চকলেট সামগ্রী, বিস্কুট ও মেহেদী উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পন্যের সাথে থাকা ব্যাক্তিরা সীমান্ত অতিক্রম করে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা পন্য পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়ার কথা স্বীকার করায় দুইজন নারী ও দুইজন পুরুষকে আটক করে পুলিশ।

Manual8 Ad Code

আটককৃতরা হলেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার চৌদুয়ার উত্তরপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মোতাহার হোসেন (৪০), কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ছোট শালঘর গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে রবিউল আউয়াল রুবেল (৪০), বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার চর পশ্চিম গ্রামের মোঃ সালাম কবিরের স্ত্রী মমতাজ বেগম রত্না (৪৬) এবং ডিএমপি ঢাকার দক্ষিণখান গ্রামের মোবারক হোসেনের স্ত্রী আনিছা রুমা (৩২)।

Manual7 Ad Code

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ৪জনকে আটক পূর্বক বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে আটককৃতদের সিলেট আদালতে সোপর্দ করা হবে।


 

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code