শ্রীমঙ্গলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের দাফন

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬

শ্রীমঙ্গলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের দাফন

Manual8 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গার্ড অব অনারের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের দাফন সম্পন্ন হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রের পক্ষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন মরহুমের কফিনে গার্ড অব অনার প্রদান করেন।

Manual7 Ad Code

এদিন বাদ জুহর শ্রীমঙ্গল পৌরসভার কালিঘাট রোডস্থ বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেককে কালিঘাট রোডস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Manual8 Ad Code

মরহুমের বড় ছেলে, মৌলভীবাজার সদর হাসপাতালের অফিস সহকারী মোশাররফ হোসেন খালেদ জানান, তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক শনিবার রাত ৯টায় মৌলভীবাজারের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।
মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual1 Ad Code


 

Manual1 Ad Code
Manual5 Ad Code