ফেঞ্চুগঞ্জে অবৈধভাবে বালু উক্তোলনে ৫ জনের কারাদণ্ড

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬

ফেঞ্চুগঞ্জে অবৈধভাবে বালু উক্তোলনে ৫ জনের কারাদণ্ড

Manual1 Ad Code

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর ভেলকোনা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Manual3 Ad Code

শনিবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

Manual4 Ad Code

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম পুলিশের একটি দল নিয়ে শনিবার রাতে ভেলকোনা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

Manual4 Ad Code

পরবর্তীতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত আটককৃত প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জয়নাল আবেদীন, জাইন উদ্দীন ও জসীম উদ্দীন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ভেলকোনা গ্রামের জাহাঙ্গীর আলম ও সাহেদ মিয়া।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual3 Ad Code


 

Manual1 Ad Code
Manual7 Ad Code